প্রধান কোচ হওয়ার গুজব শোনা গেলেও শেষ পর্যন্ত টেকনিক্যাল কনসালটেন্ট পদে যোগ দিচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। তবে তিনি শুধু টি২০ দলের সাথে কাজ করবেন। আর প্রধান কোচ হিসেবে কাজ করবে জেমি সিডন্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যাক্তিদের মতে, দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো’র মানসিকতা টি২০ দলের সাথে মানানসই নয়। এদিকে টি২০ এর ব্যার্থতা সারাতে খোলনালচে পালটে ফেলতে চাচ্ছে বিসিবি। যেহেতু একসাথেই বেশি পরিবর্তন সম্ভব নয়, তাই প্রথম ধাপে জিম্বাবুয়ে সফরে অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। এরপর এশিয়া কাপে কোচের পালা।
এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য চুক্তি হলেও পারফরম্যান্সের উপর শ্রীরামের সাথে চুক্তি বাড়তে পারে। কোচ সিডন্স সাথে থাকলেও সামনে টি২০ দলের সম্পূর্ণ কোচিং প্যানেল আলাদা হয়ে যেতে পারে। আইসিসি পরবর্তী এফটিপি তে সর্বোচ্চ ম্যাচ বাংলাদেশের। তাই এতো ব্যাস্ততার মাঝে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী কোচেরা মনোযোগ ঠিক রাখতে পারবেন না বলে ধারনা বিসিবি’র। তাই ধাপে ধাপে পরিবর্তন করা হবে সম্পূর্ণ টি২০ ম্যানেজমেন্ট।