খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

রস টেলরকে থাপ্পর মেরেছিলেন রাজস্থান রয়্যালসের পার্টনার

নিউজল্যান্ড দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন রস টেলর, যিনি কিছুদিন আগে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেয়ার পর তিনি তার আত্নজীবনীমূলক বই প্রকাশ করেছেন যার নাম “ব্ল্যাক এন্ড হোয়াইট”। এই বইতেই এমন কিছু আছে যা ক্রিকেট দুনিয়ায় বোমা ফাটানোর মত।

এর আগে জানা গিয়েছিল নিউজিল্যান্ডে সাপ্রদায়িক ইস্যু নিয়ে। এবার জানা গেল থাপ্পরের মত ন্যাক্কারজনক ঘটনার। ঘটনাটি ২০১১ সালে যেবার তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে রাজস্থান রয়্যালসে আসেন।

তিনি জানান, সেবারের আইপিএল এ মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ ছিল। তখন ১৯৫ রানের লক্ষ্যে রাজস্থান ব্যাটিং এ নামে এবং টেলর কোন রান না করেই এলবিডব্লিউ আউট হয়ে যান। ম্যাচটি রাজস্থান হেরে যায়।

এরপরেই মালিকদের একজন এসে সবাইকে বকাঝকা করেন। তখন তিনি আস্তে আস্তে টেলরকে ৩-৪টি থাপ্পর মারেন। থাপ্পরগুলা যদিও জোরে ছিল না, কিন্ত টেলর নিজেও নিশ্চিত ছিলনা সেগুলা সিরিয়াস ছিল নাকি নিছক মজা ছিল। যদিও তিনি তখন এটি নিয়ে কোন ইস্যু বানান নি, কিন্ত ঘটনাটা অবিশ্বাস্য। এমন কিছু ঘটতে পারে, তা ভাবনার অতীত।

দেখা যাক, রাজস্থানের তরফ দেখে কোন জবাব আসে কিনা।