দীর্ঘ দুই বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি বিপিএল শুরুর সম্ভাব্য দিন। বিপিএলের ৮ম আসর মাঠে গড়াবে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে চমকে ভরা দল সাজাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
এবার ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীকে দলে টানলো কুমিল্লা। সব ঠিকঠাক থাকলে বিপিএল মাতাবেন এই মুসলমান তারকা।
আগের ম্যানেজমেন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানসে খুব একটা বদল আসার সম্ভাবনা কম। দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানের উপরই আইকন ক্যাটাগরীতে সব থেকে বেশি ভরসা করছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট।
তবে বিদেশী কাদের আনতে যাচ্ছে কুমিল্লা এমন প্রশ্নে সব বড় বড় নাম প্রায় চুড়ান্ত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে কখনো খেলতে না আসা ফাফ ডু প্লেসির সাথে সুনীল নারাইনকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এছাড়া রাইলি রুশোর সাথেও কথা চলছে এই দলটির৷ ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসের সাথে যোগাযোগ করছে দলটি।