খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

বাটলারের সেঞ্চুরি, শুরুর ধাক্কা কাটিয়ে ইংল্যান্ডের লড়াকু সংগ্রহ

নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে ইংলিশদের চেপে ধরেছিল শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে মাত্র ৪৭ রান করতে পেরেছিল ইংল্যান্ড। সেখান থেকে ওপেনিং ব্যাটার জস বাটলারের ঝড়ে শেষ ১০ ওভারে আসে ১১৬ রান। যা ইংল্যান্ডকে এনে দিয়েছে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর।

দলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পথে চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাটলার। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি পূরণ করেছেন এ ডানহাতি। তাকে সঙ্গ দিয়ে ৪০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক ইয়ন মরগ্যান।