খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

বাংলা টাইগার্সে চার বাংলাদেশি; নেই তামিম, আফিফ

টি১০ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট আবুধাবি টি১০ লীগের প্লেয়ার ড্রাফট। অন্যান্য বারের মতো এবারেও বেশ কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় ড্রাফটে নাম দিয়েছেন। তার মধ্যে ৪ জন দলও পেয়েছেন।

চার বাংলাদেশির মধ্যে সাকিব আল হাসান আগেই আইকন হিসেবে যুক্ত হয়েছেন বাংলা টাইগার্সের সাথে। সাথে ড্রাফটে যোগ হলেন নূরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। সি ক্যাটাগরিতে সোহান এবং ইমার্জিং ক্যাটাগরিতে মৃত্যুঞ্জয়কে দলে নিয়েছে বাংলা টাইগার্স। আর কোন বাংলাদেশি খেলোয়াড় না থাকলেও কোচিং প্যানেলে রয়েছেন দুই বাংলাদেশি। বাংলা টাইগার্সের হেড কোচ হিসেবে রয়েছেন আফতাব আহমেদ এবং শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম আছেন পরামর্শক হিসেবে।

বাংলা টাইগার্সে আর কোন বাংলাদেশি দল না পেলেও লীগে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ খেলবেন ডেকান গ্ল্যাডিয়েটর্সে এবং মুস্তাফিজ ডাক পেয়েছেন টিম আবুধাবি থেকে।

তবে সবচেয়ে বড় চমক বোধয় আফিফ হোসেনের দল না পাওয়া। গত বেশ কিছুদিন ধরে ফর্মের তুঙ্গে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব। কিন্ত কোন দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। এছাড়াও দল পাননি তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

কেমন খেলবে বাংলাদেশি খেলোয়াড়েরা? খবর রাখুন খেলার খবরে।