খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

আগামী মাসে ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দুটি হবে নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষে। সেই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।

তারিখবিপক্ষ
২২ সেপ্টেম্বরকম্বোডিয়া
২৭ সেপ্টেম্বরনেপাল

দলে নতুন মুখ এসেছে একজন। শাহরিয়ার ইমন, মোহামেডানের হয়ে খেলছেন। দলে বেশ কয়েকটি চমকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত দুটি চমক মিলেছে। এর একটি হচ্ছে ইমনের ডাক পাওয়া।

তবে দলের সবচেয়ে বড় চমক হচ্ছে নাবিব নেওয়াজ জীবনের ডাক না পাওয়া। গত লীগে দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৯টি গোল করার পরেও দলে না থাকা উপস্থিত সবাইকেই বিস্মিত করেছে। জাতীয় দলে অন্তর্ভুক্তির পর এখন পর্যন্ত প্রায় সব স্কোয়াডেই ছিলেন জীবন। তবে রিপোর্টিং এ কয়েক ঘন্টা দেরি করায় গতবার স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। তবে এবার কোচ সরাসরিই বলেছেন, তার কোচিং পদ্ধতির সাথে নাবিব নেওয়াজের খেলা যায় না।

ফুটবলে কোচই সর্বেসর্বা। তাছাড়া অবস্থাদৃষ্টে নাবিবের বাদ পড়াটাও কারো কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। ৩৭ বছর বয়সী এই তরুণ স্প্যানিশ কোচ যতদিন দলের সাথে আছেন, নাবীবের ডাক পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে।

বাংলাদেশ দল

গোলকিপার: আনিসুর রহমান, মোহাম্মদ নাইম, আশরাফুল ইসলাম, মাহফুজ হাসান।

রক্ষণভাগ: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন ও ইশা ফয়সাল।

মাঝমাঠ: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া, আতিকুর রহমান, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিপলু আহমেদ।

ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ,শাহরিয়ার ইমন, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।