বিশ্বজুড়ে নতুন নতুন ফ্রাঞ্চাইজ লীগ শুরু হচ্ছে। এর মধ্যে নতুন মাত্রা পেয়েছে যখন আইপিএল এর দলগুলা অন্যদেশের লীগে দল কিনছে। যেমন, আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লী ক্যাপিট্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস দক্ষিন আফ্রিকার টি২০ লীগে দল কিনেছে। এছাড়াও আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি২০ লীগে দল কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লী ক্যাপিট্যালস এবং কলকাতা নাইট রাইডার্স।
তাই গুজব ছড়িয়েছিল ভারতের খেলোয়াড়েরা হয়তো কোননা কোনভাবে সেসব লীগের সাথে জড়িত হতে পারবে। কিন্ত সে আশায় গুড়েবালি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে আজ এক বিসিসিআই অফিসিয়াল বলেছেন, কোন ভারতীয় খেলোয়াড় অবসরের আগে অন্য কোন লীগের সাথে জড়িত হতে পারবে না, হোক তিনি আন্তর্জাতিক খেলোয়াড় কিংবা ঘরোয়া খেলোয়াড়। যদি কোন খেলোয়াড় কোন বহিরাগত লীগের সাথে জড়িত হতে চায়, তখনি পারবে যদি সে বিসিসিআই এর সাথে সব সম্পর্ক কেটে ফেলে।
আর এই শর্ত শুধু খেলার জন্য নয়, বরং যেকোন বিষয়েই। চেন্নাই সুপার কিংস যদি ধোনিকে দক্ষিন আফ্রিকার লীগে মেন্টর হিসেবে চায়, তাকে আগে অবসর নিতে হবে।
তিনি জবাব দেন,
তাহলে সে সিএসকে এর হয়ে আইপিএল খেলতে পারবে না। তাকে প্রথমে অবসর নিতে হবে।
এই বিষয়ে নতুন করে কথা উঠেছে কারন, এডাম গিলক্রিস্ট বলেছেন, কেন ভারতীয় খেলোয়াড়েরা অন্য লীগে অংশ নিতে পারে না, সে বিষয়ে তিনি কখনো কোন স্বচ্ছ উত্তর পাননি।