খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

দক্ষিন আফ্রিকা সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই

দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আগেই জানা গিয়েছে ইনজুরির জন্য সিরিজ মিস করবেন রোহিত শর্মা। তাই দলের অধিনায়ক হয়েছে সহ-অধিনায়ক লোকেশ রাহুল। এছাড়াও দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন সর্বশেষ এক দিনের ম্যাচ খেলেছে ২০১৭ সালে। এছাড়াও ইনজুরির জন্য সিরিজে থাকতে পারেনি রবীন্দ্র জাদেজা ও অক্ষয় প্যাটেল। আর মোহাম্মদ শামি’কে বিশ্রাম দেয়া হয়েছে।

স্কোয়াডঃ লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, রুতুরাজ গোয়াড়িকর, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, রিসভ প্যান্ট, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, যুভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।