খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

তারকাবহুল ঢাকাকে হারিয়ে চমক খুলনার

খাতা কলমে খুলনা টাইগার্সের চেয়ে অনেক এগিয়ে মিনিস্টার ঢাকা। তারকাবহুল ঢাকাকে দিন শেষে হারিয়ে চমকে দিলো খুলনা। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে হারিয়ে দিলো রনি তালুকদার-আন্দ্রে ফ্লেচাররা।

বড় লক্ষ্যে তাড়া করতে নেমে খুলনার ওপেনার তানজিদ হাসান দ্বিতীয় ওভারেই ফেরেন শুভাগত হোমের বলে বোল্ড হয়ে মাত্র ২ রান করে। এরপর আন্দ্রে ফ্লেচার-রনি তালুকদারের ধুন্ধুমার ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে ঢাকার অভিজ্ঞ বোলিং লাইন-আপ।

আন্দ্রে ফ্লেচার মাত্র ২৩ বলে খেলেন ৭ চার ও ১ ছয়ে ৪৫ রানের ইনিংস।