খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি!!!

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিরুদ্ধে ২য় টেস্ট এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আশ্চর্যের বিষয় হচ্ছে স্কোয়াডে খেলোয়াড় আছে ২০ জন। ফিট হওয়ায় সাকিব আল হাসান আছে স্কোয়াডে। এছাড়াও ইনজুরি থেকে ফিরে আসায় তাসকিন আহমেদও দলে আছেন। পাকিস্তানের সাথেই এই সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়ে তাসকিন।

গত টেস্টের ১ দিন আগেই দলে ঢুকেছিল খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম। তারাও আছেন স্কোয়াডে। তবে দলের সবচেয়ে বড় চমক মোহাম্মদ নাইম শেখ এর অন্তর্ভুক্তি।

২২ বছর বয়সী নাইম এখন পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক টি২০ এবং ২টি এক দিনের ম্যাচ খেলেন। নাঈম লাস্ট ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ২০২০ এর ফেব্রুয়ারীতে। ৬টি ফার্স্ট ক্লাস ম্যচে একটি অর্ধশতক সহ তার গড় ১৬.৬৩।

বাংলাদেশ দলঃ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ, নাঈম হাসান, মাহমুদুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।