বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকা। সন্ধ্যায় টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাট করতে নেমে ওপেনার কেনার লুইসের ২ রানে ফেরায় কিছুটা চাপে পড়লেও চট্টগ্রাম ঘুরে দাঁড়ায় উইল জ্যাকসের ব্যাটে। অন্য প্রান্তে আফিফ ধীরে ব্যাট করলেও জ্যাকস রান তোলেন দ্রুত।
আফিফ ১২ বলে ১২ রান করে আরাফাত সানির বলে স্টাম্পিং হয়ে ফেরার পর জ্যাকসকে ৪১ (২৪) রানে বোল্ড করে ফেরান বোল্ড করে। জ্যাকসের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়।
এরপর সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ ৪৪ রানের জুটি গড়েন। মিরাজ ২৫ বলে ২৫ করে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদের বলে আন্দ্রে রাসেলের কাছে ক্যাচ দিয়ে।
সাব্বির রানে ফেরার ইংগিত দিয়েও লম্বা করতে পারেননি ইনিংস১৭ বলে ২ চার ২ ছয়ে করেন ২৯ রান।
তবে গত ম্যাচের মতো আজও বেনি হাওয়েল হাল ধরেন দলের বিপর্যয়ে। দলের অন্যতম তরুণ ব্যাটার শামিম হোসেনকে ১ রানে ফেরান রুবেল হোসেন, নাঈম ইসলামকে রানের খাতাই খুলতে দেননি ইশুরু উদানা।
তবে নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়ে হাওয়েল করেন ১ চার ও ৩ ছয়ে ৩৫ (১৮) রান। চট্টগ্রামের সংগ্রহ ৮ উইকেটে ১৬১ রান।
ঢাকার পক্ষে ৩ উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া আরাফাত সানি, ইশুরু উদানা, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ নেন ১টি করে উইকেট।