খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

টম মুডি নয়, ব্রায়ান লারা এখন সানরাইজার্স হায়দ্রাবাদ এর হেড কোচ

আগামী ২০২৩ আইপিএল কে সামনে রেখে টম মুডির বদলে দায়িত্ব দেয়া হয়েছে ব্রায়ান লারাকে। এর আগেও লারা হায়দ্রাবাদ দলের অংশ ছিল একজন স্ট্র্যাটেজিক উপদেষ্টা এবং ব্যাটিং কোচ হিসেবে। এই প্রথমবারের মতো ব্রায়ান লারা কোন টি২০ দলের দায়িত্ব নিবেন।

এর আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে টম মুডি এবং হায়দ্রাবাদ আলাদা হয়ে যায়। মুডি কিছুদিন আগে ক্রিকেট পরিচালক হিসেবে আইএল২০ এর দল ডেজার্ট ভাইপারস এর দায়িত্ব নেন।

টম মুডি দুইবারে সানরাইজার্স হায়দ্রাবাদে দায়িত্ব পালন করেন। প্রথম বার তিনি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় ৫বার হায়দ্রাবাদ প্লে-অফে খেলে এবং একবার চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয়বার আবার হায়দ্রাবাদে যুক্ত হোন ২০২১ সালে ক্রিকেট পরিচালক হিসেবে। সাথে হেড কোচ হিসেবে থাকেন ট্রেভর বেলিস। কিন্ত সেবার আইপিএল-এ মাত্র ৩টি ম্যাচে জয় পায় হায়দ্রাবাদ। ফলে পরেরবার থেকে বেলিসের বদলে টম মুডিকে পুনরায় হেড কোচ করে সানরাইজার্স।

কিন্ত দ্বিতীয়বারে মুডিও ভালো করতে পারেন নি। মাত্র ৬টি জয়ের বিনিময়ে ৮টি হার পয়েন্ট টেবিলে ১০ দলের মধ্যে অষ্টম স্থানে নিয়ে যায়। সর্বশেষ ২ সিজনে সানরাইজার্স ২৮ ম্যাচে ১৮টি হারের বিপরীতে মাত্র ৯টি জয় এবং একটি টাই পায়।