এশিয়া কাপ ক্রিকেট
এশিয়া কাপ হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্বারা সবচেয়ে জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট। ১৯৮৪ সাল থেকে এশিয়ান কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
এশিয়া কাপ ২০২২ ফরম্যাট
সাধারণত দুই বছর পর পর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। তবে প্রতিবার এশিয়া কাপের পর আইসিসি এর যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেটা বিবেচ্য করে এশিয়া কাপের ফরম্যাট নির্ধারিত হয়। এই বছর কিছুদিন পর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই এবারের এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে।
এশিয়া কাপ ২০২২ ভেন্যু
এশিয়া কাপ ২০২২ এর স্বত্ব শ্রীলংকার। অনিবার্য কারণ বশতঃ তারা শ্রীলংকায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত করতে পারছে না। তাই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের স্বত্ব শ্রীলংকারই থাকবে।
২টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেগুলো হল,
- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
- শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
এশিয়া কাপ ২০২২ দলসমূহঃ
২টি গ্রুপে বিভক্ত হয়ে ৬টি দল এশিয়া কাপ ২০২২ এর মূল পর্বে খেলবে। এর মধ্যে রয়েছে আইসিসি এর ৫টি পূর্ণ সদস্য দল এবং কোয়ালিফাই রাউন্ড থেকে উত্তীর্ণ ১টি দল। এবারের এশিয়া কাপ কোয়ালিফাই থেকে উত্তীর্ণ হয়েছে হংকং।
গ্রুপ এ |
---|
আফগানিস্তান |
বাংলাদেশ |
শ্রীলংকা |
গ্রুপ বি |
---|
ভারত |
পাকিস্তান |
হংকং |
এশিয়া কাপ ২০২২ স্কোয়াড
৬টি দলের সম্পূর্ণ স্কোয়াড দেখার জন্যঃ
এশিয়া কাপ ২০২২ ফিক্সচার
তারিখ | ম্যাচ |
---|---|
২৭ আগস্ট | শ্রীলংকা বনাম আফগানিস্তান |
২৮ আগস্ট | ভারত বনাম পাকিস্তান |
৩০ আগস্ট | বাংলাদেশ বনাম আফগানিস্তান |
৩১ আগস্ট | ভারত বনাম হংকং |
০১ সেপ্টেম্বর | শ্রীলংকা বনাম বাংলাদেশ |
০২ সেপ্টেম্বর | পাকিস্তান বনাম হংকং |
০৩ সেপ্টেম্বর | আফগানিস্তান বনাম শ্রীলংকা |
০৪ সেপ্টেম্বর | ভারত বনাম পাকিস্তান |
০৬ সেপ্টেম্বর | ভারত বনাম শ্রীলংকা |
০৭ সেপ্টেম্বর | পাকিস্তান বনাম আফগানিস্তান |
০৮ সেপ্টেম্বর | ভারত বনাম আফগানিস্তান |
০৯ সেপ্টেম্বর | শ্রীলংকা বনাম পাকিস্তান |
১১ সেপ্টেম্বর | ফাইনাল |
এশিয়া কাপ ২০২২ ধারাভাষ্য
প্রতিবারের মতো এবারো বিখ্যাত ব্যাক্তিগণ ধারাভাষ্য প্যানেলে রয়েছেন। তারা হলেনঃ
- রবি শাস্ত্রী
- ওয়াসিম আকরাম
- ওয়াকার ইউনুস
- সঞ্জয় মাঞ্জারেকার
- স্কট স্টাইরিস
- গৌতম গম্ভীর
- আতহার আলী খান
- ইরফান পাঠান
- রাসেল আর্নোল্ড
- দীপ দাসগুপ্ত