আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলা এশিয়া কাপ ২০২২। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর এবারের আয়োজন হবে সিলেটে। তাই ১৫ সদস্যের স্বাগতিক দল ঘোষণা করেছে বিসিবি।
এশিয়া কাপের দলের জন্য সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার ও মারুফা আক্তার। বিশ্বকাপের বাছাই দলে ইনজুরির জন্য ছিলেন না জাহানারা। এছারা ফারজানাও ছিটকে পড়েছিলেন কোভিড১৯ এর জন্য। তবে দুজনই দলে ফিরেছেন। এছাড়াও দলে আছেন তাদের বদলি হিসেবে খেলা ফারিহা ও সোহেলি আক্তার।
এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ মহিলা দলঃ
নিগার সুলতানা (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোশতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম ও সোহেলি আক্তার।
স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।