সরগরম তখনই উঠে যখন শানাকা বলে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।
গত পরশু এশিয়া কাপ ২০২২ এর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা ৮ উইকেটে পরাজিত হত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যখন বাংলাদেশের সাথে পরের ম্যাচ নিয়ে ভাবনা জানতে চাওয়া হয়, তখন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বলেন,
আফগানিস্তানের রয়েছে ওয়ার্ল্ড-ক্লাস বোলিং অ্যাটাক। আমরা জানি ফিজ একজন দারুণ বোলার, সাকিব ওয়ার্ল্ড ক্লাস বোলার। কিন্ত তারা ব্যাতিরেকে তাদের কোন ওয়ার্ল্ড-ক্লাস বোলার নেই। তাই, আফগানিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।
গতকাল সাংবাদিকেরা এই সম্পর্কে মেহেদী হাসান মিরাজের মতামত জানতে চেয়েছিল। তিনি বলেন,
আমি এমন কোন মন্তব্য করতে চাই না যে এই দল ভালো এবং এই দল খারাপ। ভালো-খারাপ মাঠে প্রমাণিত হয়। নির্দিষ্ট দিনে ভালো দল খারাপ খেলে ম্যাচ হারতে পারে আবার খারাপ দল ভালো খেলে ম্যাচ জিততে পারে।
আমরা মাঠে সাক্ষাত করবো এবং খেলা শেষে ভালো দলই জিতবে। আমি মনে করি আমাদের মাঠে প্রমাণ করা উচিত যদি আমরা ভালো খেলতে পারি তাহলেই সবাই জানবে কে ভালো দল আর কে খারাপ দল। তাই মন্তব্য করার বদলে মাঠে ভালো খেলা গুরুত্বপূর্ণ।
মেহেদী বলেন তার দল শানাকার বিচার নিয়ে মাথা না ঘামিয়ে বরং তারা তাদের কাজ ঠিকমত করতে চায়। তিনি বলেন, “প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। এটি দেখায় আমরা কত দূর যাবেন এবং কেমন খেলতে পারবো। এটা দলের Tone ঠিক করে দিবে।”