পাকিস্তানি বাঁহাতি পেসার থাকতে পারছেন না এশিয়া কাপ ২০২২তে। ঠিক সময়ে ইনজুরি থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকায় তাকে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ দেয়া হবে।
বেশ কিছুদিন ধরেই শাহীন আফ্রিদি ডান হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে ভুগছেন। গত জুলাইয়ে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। এশিয়া কাপের পূর্বেই তার সেরে যাওয়ার আশা করা হচ্ছিল। কিন্ত নতুন চেকআপে মনে হচ্ছে তার সুস্থ হয়ে উঠতে আরো ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। ফলে কোনভাবেই এশিয়া কাপে খেলা সম্ভব না আফ্রিদির।
পিসিবি এখন আশা করছে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রি-জাতি সিরিজে তিনি ফিরতে পারেন যেখানে আরেকটি দল হলো বাংলাদেশ। রিহ্যাবে কাংখিত রিকভার না হওয়ায় পিসিবি এবং আফ্রিদি, সবাই হতাশ।