খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

আরব আমিরাত টি২০ লীগে প্রথম পাকিস্তানি খেলোয়াড় আজম খান

আবুধাবি ইন্টারন্যাশনাল টি২০ লীগে প্রথম চুক্তিবদ্ধ পাকিস্তানি খেলোয়াড় হলেন আজম খান। ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে নিয়েছে ডেজার্ট ভাইপারস। দলটির মালিকানায় রয়েছে ল্যাঞ্চার ক্যাপিট্যাল।

আজম খান ছাড়াও ডেজার্ট ভাইপারসে রয়েছে শ্রীলংকার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্যাম বিলিংস এবং ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার শেলডন কটরেল।

১৪০ এর উপর স্ট্রাইক রেট থাকা আজম খান এই পর্যন্ত ৭৪টি টি২০ ম্যাচ খেলে ১৪৪৯ রান করেছে। তবে তার খেলার থেকেও বড় প্রশ্ন হচ্ছে পিসিবি তাকে এনওসি দিবে কিনা। কিছুদিন আগে বিগ ব্যাশ লীগের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি। নিজেদের খেলা থাকায় দক্ষিণ আফ্রিকা লীগেও কোন খেলোয়াড় এনওসি পাবে না, জানিয়ে দিয়েছে। এছাড়াও গুজব রয়েছে এই লীগেই খেলার জন্য আরো দুজন এনওসি চেয়েছে যাদের না করে দেয়া হয়েছে।

এদিকে আজম খান সিপিএল এ খেলার জন্যও এনওসি চেয়েছিল। প্রথমে তাকেও না করে দেয়ার পর তিনি এবার আপিল করেন এবং দ্বিতীয় চেষ্টায় এনওসি পান। তাই আশা করা যাচ্ছে পাকিস্তানের আন্তর্জাতিক স্কোয়াডে না থাকলে তার এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেজার্ট ভাইপার এর ক্রিকেট পরিচালক হিসেবে রয়েছেন টম মুডি এবং প্রধান কোচ থাকবেন জেমস ফস্টার।

ডেজার্ট ভাইপার স্কোয়াড