একের পর এক ইনজুরি আক্রান্ত করছে এশিয়া কাপকে। এবার পাকিস্তানের বোলার মোহাম্মদ ওয়াসিম। তার বদলে দলের সঙ্গে যোগ দিচ্ছেন পেসার হাসান আলী।
গতকাল দুবাইতে আইসিসি একাডেমিতে অনুশীলনের সময় ব্যাক পেইনে আক্রান্ত হোন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এরপর এমআরআই করার পর তার সাইড স্ট্রেনের ইনজুরি ধরা পড়ে। আনুমানিক ৩ সপ্তাহের জন্য মাঠের বাহিরে চলে গেলেন ওয়াসিম।
অন্যদিকে খারাপ পারফরম্যান্সের জন্য নেদারল্যান্ডের বিপক্ষে এবং এশিয়া কাপের দল থেকেও বাদ পড়েছিলেন হাসান আলী। এই বছর ৮টি টি২০ তে ৮ উইকেট এবং ৩টি ওডিআই ম্যাচে ৩ উইকেট নিলেও তার গড় একেবারে যাচ্ছেতাই। এবারের পাকিস্তান সুপার লীগেও তিনি ভালো করতে পারেননি। তবে বাদ পড়েও আবার এক সিরিজ পড়ে দলে ঢুকে গেলেন হাসান।
ওয়াসিম জুনিয়র ইনজুরিতে পড়ার পর টিম ম্যানেজমেন্ট থেকে হাসান আলীকে চাওয়া হয়। পাকিস্তানের নির্বাচক মন্ডলীর প্রধান মোহাম্মদ ওয়াসিম (সিনিয়র) সম্মতি দেয়ায় হাসানের দলে ফিরতে আর বাধা থাকলো না। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল ভারতের বিপক্ষে।