সকল আলোচনা-সমালোচনা থামিয়ে দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ঘোষণা দিলেন আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসরের। আজ সকালে ফেসবুক ও টুইটারে তিনি এ ঘোষণা দেন।
সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
-মুশফিকুর রহিম
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।
টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সেই ২০০৬ সালে, বাংলাদেশ দলের প্রথম টি২০ থেকে খেলে যাচ্ছেন তিনি। সর্বশেষ খেলেছেন এশিয়া কাপের শ্রীলংকার বিরুদ্ধে। এরমধ্যে প্রায় ১৬ বছরে ১০২ ম্যাচে ৯৩ ইনিংসে ১৫০০ রান করেন মুশফিক। এর মধ্যে রয়েছে ৬টি ফিফটি এবং ৪টি ম্যাচসেরার পুরস্কার। এছাড়াও উইকেটরক্ষক হিসেবে নিয়েছেন ৪২টি ক্যাচ এবং ৩০টি স্ট্যাম্পিং যা তৃতীয় সর্বোচ্চ। তার থেকে এগিয়ে আছে শুধু কুইন্টন ডি কক এবং এমএস ধোনি।
আন্তর্জাতিক টি২০ তে ১৫০০ রান করলেও সবসময় যে সমালোচনা মুশফিককে বয়ে নিতে হয়েছে তা হলো তার স্ট্রাইক রেট। এছাড়াও মাঝে মাঝে উইকেটরক্ষক হিসেবে ডিসমিসাল মিসের কারনেও তাকে অনেক সমালোচনা শুনতে হয়। এবারের এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচেও ওয়াসিম আকরাম প্রশ্ন রেখেছিলেন, ১০০ ম্যাচ খেলার পরেও কেন তার স্ট্রাইক রেট এতো কম।
তবে যাই হোক, মুশফিকুর রহিমকে খেলার খবরপ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।